প্রদীপ কুমার সিংহ :- নরেন্দ্রপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী তাণ্ডব। আতঙ্ক গোটা এলাকা জুড়ে। রবিবার গভীর রাতে সাত থেকে আট জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে কয়েকটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বাড়ির মহিলাদের কে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এছাড়াও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। যদিও সোমবার বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে আচমকাই ওই দুষ্কৃতীর দল এলাকায় তাণ্ডব শুরু করে। পরপর কয়েকটি বাড়িতে ইট ছোরে। তাতে ভেঙে যায় জানলার কাচ। অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে চলে দাপাদাপি। তাতে ঘুম ভেঙে যায় এলাকার মানুষের। দুষ্কৃতীরা চিৎকার করে বলেন, তার মামা খুন হয়েছিলেন। তারই বদলা নিতে এসেছে তারা। এই ঘটনা নিয়ে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। যাদের বাড়িতে ভাঙচুর করতে এসেছিল দুষ্কৃতীরা তাদের নাম, গোষ্ঠ দাস ও রাজা দাস।
সূত্র মারফত জানা গিয়েছে, কয়েক বছর আগে সেই এলাকায় গুলি করে এক দুষ্কৃতীকে খুন করা হয়। তার বদলা নিতেই এই হামলা। গোষ্ঠবাবুর মা বলেন, হঠাৎ কিছু লোকজন এসে হামলা করে বাড়িতে। তাদের চিনি না। কেন হামলা চালালো জানি না। যে গাড়িগুলি ভাঙচুর করা হয়েছে তাদের মালিকরা ক্ষুব্ধ। কেন ভাঙ্গা হল গাড়ি সেটা তারাও জানে না। এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনা নিয়ে এলাকার কাউন্সিলার বিশ্বজিৎ দে বলেন, রাতে একদল অপরিচিত ব্যক্তি যাদের দুষ্কৃতী বলে চিহ্নিত করা হয়। সেই দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে। পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।