কাকাবাবুর ১৩৬ তম জন্মদিন উদযাপন হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, রামনগর, খেজুরি,ভগবানপুর সহ বিভিন্ন এলাকায়। সকাল থেকে পার্টির ব্রাঞ্চ অফিসগুলোতে কাকাবাবুর জন্মদিন পালনের পাশাপাশি সি আই টি ইউ কাঁথি রিজিওনাল কমিটির উদ্যোগে আজ বিকেলে সুকুমার সেনগুপ্ত ভবনে কাকাবাবুর জীবন আলেখ্য স্মরণ করে আলোচনা সভা হয় ।
আগামী ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত সর্বভারতীয় জেনারেল কাউন্সিল অধিবেশন কলকতা হবে। ৯আগষ্ট শ্রমিক সমাবেশ হবে কলকাতার এন্টালি মার্কেটে । সমাবেশে সফল করার জন্য আজ কাঁথিতে শ্রমিক সংগঠনগুলোকে নিয়ে একটি কনভেনশন হয়। কনভেনশনে বক্তব্য রাখেন পূর্ব মেদনীপুর জেলার সিআইটিইউ জেনারেল সেক্রেটারি সুব্রত পন্ডা শ্রমিক সংগঠনের গুরুত্ব এবং আগামী দিনের আন্দোলন এবং কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন । সভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ রিজিওনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা, হরপ্রসাদ ত্রিপাঠী, সুতনু মাইতি ,বিশ্বনাথ রায় কালিপদ শীট ,সঞ্জিত দাস, তাপস মিশ্র।সমগ্র সভা পরিচালনা করেন শ্রমিক নেতা কানাই মুখার্জি।