Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্ব মাতৃদুগ্ধ পান দিবস উদযাপন

ওয়ার্ল্ড বেস্ট ফিডিং সপ্তাহ উদযাপন হয় প্রতি বছর  ১আগস্ট থেকে ৭ আগস্ট। এই উপলক্ষে লায়ন্স ক্লাব অফ কন্টাই এর উদ্যোগে কাঁথি পৌরসভার  কিশোর নগর সু-স্বাস্থ্য কেন্দ্র ইউ পি এইচ সি টু তে  সোমবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

উপস্থিত মায়েদের মধ্যে শিশুর জন্মের পর থেকে  ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন ডা: নন্দিতা পট্টনায়ক,  ডা: সর্বানি কর জানা এবং পি এইচ এন মিতালি ঘোড়াই। স্বাগত ভাষণ দেন কাঁথি পৌরসভার স্বাস্থ্য আধিকারিক ডাঃ অনুতোষ পট্টনায়ক।পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি শান্তনু  গিরি

  লায়ন্স ক্লাবের পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক  অশোক সাহু। এছাড়াও উপস্থিত ছিলেন  তরুণ কান্তি  মহাপাত্র,গোলক চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য ক্লাব সদস্য।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read