চাকরী পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলো এক যুবক। ধৃত যুবক ব্রজনাথচকের বাসিন্দা সুজিত পয়ড়্যা কে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। অভিযোগ জুনপুট উপকূলীয় থানা এলাকার এক যুবককে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করে বলে অভিযোগ।
দীর্ঘদিন ধরে চাকরি দিতে না দিতে পারলে টাকা ফেরত দেয়নি। দিনের পর দিন হয়রানি স্টিকার হয়ে ৩ আগস্ট কাঁথি থানায় প্রতারিত যুবক অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। গত শনিবার কাঁথি থানার পুলিশ অভিযান চালিয়ে সুজিতকে গ্রেফতার করে। ধৃত যুবককে রবিবার কাঁথি মহকুম আদালতের তোলা হয়।
Author: ekhansangbad
Post Views: ৩৫