পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেন কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । কথা সাহিত্যিক বলেন এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক এই কামনা করছি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিত স্বাভাবিক হয়ে উঠুক। অশান্তির ফলে দুই দেশের সংস্কৃতি নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।
মহিষাদলের প্রাক্তন বিধায়ক তথা সাহিত্যিক প্রয়াত তমলিকা পন্ডা শেঠে জন্মবার্ষিকী অনুষ্ঠানে মঙ্গলবার কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর, প্রাক্তন সাংসদ বিধায়ক লক্ষণ শেঠ, বুলা চৌধুরী,সাহিত্যিক শ্যামল কান্তি দাস সহ অন্যান্যরা।
Author: ekhansangbad
Post Views: ১০৬