ভগবানপুরের সমবায় নির্বাচনে আবারো তৃণমূলের নজর কাড়া সাফল্য। আজ বুধবার সকাল থেকে ভগবানপুর এক ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েতের আবাসবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর সদস্য নির্বাচন হয়। সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ।
এই সমবায় সমিতির ৬৫২ জন ভোটার ৯ টি আসনের জন্য ভোট দান করেন।এদিন ভোট পড়ে ৫৪১ টি। এর মধ্যে বাতিল হয় ১৩ টি। নির্বাচনে তৃণমূল ও বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করে। ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারমধ্যে আট জন তৃণমূল সমর্থিত এবং একজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। এই জয়ের ফলে তৃণমূল শিবিরে সবুজ আবির মেখে জয়উল্লস চলছে। এই জয়ের জন্য জেলা সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক অভিনন্দন জানিয়েছেন।
Author: ekhansangbad
Post Views: ৭৫