পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের আউরাই অঞ্চলের উমাপতিবাড় এবং শুনিয়া কাঠপুল এলাকায় পানীয় জলের সমস্যা জর্জরিত এলাকা পরিদর্শন করলেন এলাকার বিধায়ক সুমিতা সিনহা ।বিধায়ককে হাতের কাছে পেয়ে গ্রামবাসীর সমদ্যার কথা তুলে ধরেন এবং বিধায়ক সর্বতোভাবে সাহায্যের আশ্বাস দেন।
বিধায়ক সুমিতা দেবী বলেন – এখানে অনেকগুলি পরিবারের বাস, বর্তমানে খালের জল উপচে পড়ায় গ্রামবাসীদের পানীয় জলের খুব সমস্যা হচ্ছে, উনারা সেচ দপ্তর ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।তাই গ্রামবাসীদের আমন্ত্রণে খালপাড় পরিদর্শন করলাম এবং আমার বিধায়ক তহবিল থেকে জরুরি ভিত্তিতে একটি সাবমার্শিবল স্থাপন করানোর আশ্বাস দিলাম।
Author: ekhansangbad
Post Views: ৯৩