পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির কিশোরনগর প্রাইমারি স্কুলে লায়ন্স ক্লাব অফ কন্টাই এর উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবির ।
এই শিবিরে ছাত্র-ছাত্রীদের যাবতীয় ভাইরাস ইনফেকশন এবং ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রতিরোধ করার জন্য বাচ্চারা কিভাবে নিজেদের সুরক্ষিত থাকবে এবং পরিবেশকে কি করে সুরক্ষিত রাখবে সে ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেন কাঁথি পৌরসভার চিকিৎসক ডা: অনুতোষ পট্টনায়ক এবং ডা: নন্দিতা পট্টনায়ক।
এছাড়াও ডাক্তারবাবুরা পড়ুয়াদের হাতে ধরে শিখিয়ে দেন কিভাবে সঠিকভাবে হাত ধুতে হয়। লায়ন্স ক্লাবের তরফ থেকে স্কুলের ডাইনিং হলে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতির ছবিও স্থায়ী ভাবে লাগিয়ে দিয়ে আসা হয়।
শিবিরের অন্যতম আকর্ষণ ছিল সরকারি ব্যবস্থাপনায় ক্লিনিকাল সাইকোলজিস্ট দিয়ে বাচ্চাদের ক্রমাগত কাউন্সেলিং।
প্রতিটি বাচ্চার মানসিক বিকাশ, অটিজম ,মোবাইল আসক্তি ,পড়াশুনায় ভীতি, এরকম নানারকম শিশুদের মানসিক রোগের জন্য কাউন্সেলিং শুরু করেন দুজন ক্লিনিকাল সাইকোলজিস্ট। সেই সাথে দন্ত চিকিৎস্যক রাহুল দেব জানা স্কুলের বাচ্চাদের দাঁত পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি শান্তনু গিরি ।এছাড়াও
উপস্থিত ছিলেন সুবিমল মাইতি,তরুণ কান্তি মহাপাত্র, গোলক চন্দ্র বিশ্বাস প্রমূখ।
কাঁথি লায়ন্স ক্লাব এই ভাবে পাশে দাঁড়ানোয়
ধন্যবাদ জ্ঞাপন করেন কিশোরনগর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাত্র ।