Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েতের অচলাবস্থা কাটানোর দাবিতে বিক্ষোভ দেখালো হৈপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাগন।

পঞ্চায়েতের অচলাবস্থা কাটানোর দাবিতে বিক্ষোভ দেখালো কাঁথি ১ ব্লকের হৈপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাগন।আজ শুক্রবার ওই বিজেপি পরিচালিত  পঞ্চায়েতের অচলাবস্থা  কাটানোর উদ্যোগ নিলে ও ব্যর্থ হয়ে ফিরে আসেন কাঁথি ১ ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাস। অভিযোগ হৈপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সামন্ত দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে আসছেন না। যার কারনে পঞ্চায়েত এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন ধরনের শংসাপত্র নেওয়ার ক্ষেত্রে সংশয় দেখা দিয়েছে। এই অচলাবস্থা কাটানোর দাবিতে বিক্ষোভ দেখালো এলাকার তৃণমূল কর্মীবৃন্দ ও সাধারণ মানুষ। অভিযোগ সরকারি গাছ বেআইনিভাবে কেটে বিক্রির অভিযোগে উঠে পঞ্চায়েত প্রধান অশোক সামন্তের বিরুদ্ধে। অশোক সামন্তের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ এবং একটি মামলা হয়। সেই কারণে পঞ্চায়েত প্রধান আত্মগোপন করেছেন। তার কারণে  পঞ্চায়েত অফিসে আসতে পারছেন না।

বিডিওর কাছে অভিযোগ গেলে আজ শুক্রবার বিডিও অমিতাভ  বিশ্বাস উদ্যোগী হয়ে উপপ্রধান হিমাংশু দলাই কে দায়িত্ব দিতে চেয়েছিলেন।সেই কারণে তিনি আজ পঞ্চায়েত সদস্যদের নিয়ে আলেচনায় বসেন এবং দায়িত্বভার উপপ্রধান কে দেওয়ার প্রস্তাব দেন। সভায় উপস্থিত সকলে একমত হলেও উপপ্রধান হিমাংশু দলাই দায়িত্ব নেন নি। যে কারণে অচলাবস্থা অব্যাহত থাকলো। এই ঘটনাকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গেছে। তৃণমূলের দাবি পঞ্চায়েতে অচলা অবস্থা কাটিয়ে সাধারণ মানুষের সেবা চালু করা হোক। সেই দাবি আজও পূরণ হলো না। এই নিয়ে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ আন্দোলন চলে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read