কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মর্মান্তিক হত্যার প্রতিবাদ জানিয়ে কাঁথি শহরে মৌন মোমবাতি মিছিল করলো ভারতের কমিউনিস্ট পার্টির কাঁথি আঞ্চলিক পরিষদ। মিছিল শেষে দোষী যে বা যারা যুক্ত আছেন তাদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন আঞ্চলিক পরিষদের সহ-সম্পাদক তেহেরান হোসেন,কৃষক নেতা তপন প্রধান,যুব নেতা সেক আলী রাজা, শ্রমিক নেতা সেক আশরাফ উদ্দিন,সেক রবিউল,খোকন দাস প্রমুখ।
তেহেরান হোসেন বলেন,” কলকাতার মত জায়গায় যেভাবে এই অপরাধ সংগঠিত হয়েছে তাতে প্রমাণ হয়,এই রাজ্য সরকারকে অপরাধীরা নিজেদের সরকার বলে মনে করছে।অপরাধীর মন থেকে আইনের ভয় চলে গেছে। যেভাবে একজন ডাক্তার কে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তা একটি বিরলতম ঘটনা। এই ঘটনায় জড়িত সকলকে কঠিন শাস্তি দিতে হবে।”
Author: ekhansangbad
Post Views: ৩৩