অবৈধভাবে লরি এবং অন্যান্য মালবাহী গাড়ি থেকে তোলা তোলার অভিযোগে গ্রেফতার হল দুই ব্যক্তি। অভিযোগ কয়েক দিন ধরে রামনগর থানার মন্তেশ্বরপুর গ্রামের বাসিন্দা জগন্নাথ প্রামানিক ও উত্তম কুমার মন্ডল উড়িষ্যা বর্ডার সাগরেশ্বর এর কাছে অবৈধভাবে তোলা তুলছিল।
খবর পেয়ে রামনগর থানার পুলিশ হানা দিয়ে দুজনকে গ্রেফতার করে। আজ শনিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
Author: ekhansangbad
Post Views: ২৫