দিনে দুপুরে দোকানের চালা ভেঙে মোবাইল দোকান চুরির ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার মংলামাড়ো বাজারে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার প্রকাশ্যে আসে সিসিটিভি ফুটেজ থেকে। সূত্রের খবর শুক্রবার দোকানদার দুপুরে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় খাওয়ার জন্য। সেই সময় দোকানের চালা কেটে দোকানের ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারী।
ওই দোকানের মালিক বিকেলে দোকান খুলতে এলে দেখতে পায় চালা দিয়ে চোর ঢুকে লক্ষাধিক টাকার মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনায় মংলামাডো বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সিসিটিভির ফুটেছে দেখা গেছে এক অর্ধনগ্ন ব্যক্তি চালা দিয়ে দোকানে ঢুকে জিনিসপত্র লুট করছে। পুলিশ সিসিটিভির ফুটেজ নিয়ে তদন্ত শুরু করেছে।