Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“ইতিহাসের আলোকে রামনগর” বইটি প্রকাশিত হলো রামনগরে

সমুদ্র উপকূলবর্তী শহর রামনগর। স্বাধীনতা সংগ্রামের এক পিঠস্থান। বীরপুলের পাশেই গড়ে উঠেছে রামনগর শহর। ঐতিহ্যের রীতি ও ধারা বহন করে এগিয়ে চলেছে রামনগর শহর। স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে রামনগর শহরের বিবর্তন হয়েছে অনেক। ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক এই রামনগর। ইতিহাসের আলোকে রামনগর এই বইটি প্রকাশিত হলো রামনগরে। সম্পাদক শিক্ষক তপন কুমার রঞ্জিত ও প্রদীপ কুমার জানার হাত ধরে। রামনগর এলাকার বহু সাহিত্যিক ও জ্ঞানী-গনিশন এই বইতে তাদের কলম ধরেছেন।

রামনগর এলাকার বিভিন্ন প্রান্তের বহু তথ্য উঠে এসেছে এই বইতে। এই বই রামনগর ইতিহাসের এক অসাধারণ দলিল স্বরূপ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভা গৃহে প্রকাশিত হলেও এই নতুন বই। স্বাধীনতার দিক থেকে যেমন রামনগর এক বিশেষ স্থান অন্যদিকে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যের ধারা নিয়ে এখনো সমোজ্জ্বল রামনগর।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read