চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে পাঁশকুড়ার বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালালো কতিপয় মানুষ। অভিযোগ গত ২ আগস্ট পাঁশকুড়ার এজাহার গ্রামের এসাক আলী কে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ স্বাস্থ্য সাথী কার্ড এর চিকিৎসা চললেও দু লক্ষ টাকা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।ইসাক আলির পুত্র অভিযোগ করেছে তাদের রোগীকে খারাপ পর্যায়ে আছে বলে ভেন্টিলেশনে ভর্তি করে লম্বা বিল করেছে। এবং দু লক্ষ টাকা নেয় বলে অভিযোগ করে রোগীর ছেলে। যদিও হাসপাতালের চিকিৎসক ডাঃ ভাস্কর রায় বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন রোগীর অনেক রকম সমস্যা ছিল।
যেমন তার হার্টের সমস্যা, কিডনির সমস্যা সহ একগুচ্ছ সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল। ধীরে ধীরে সেই সমস্যা কাটিয়ে তোলা হচ্ছে। রোগী এখন অনেকটাই ভালো। রোগীর পরিবারের লোকেরা মিথ্যা অভিযোগ করে হাসপাতালে ভাঙচুর চালায়। পাঁচ ছজন কর্মী গুরুতর জখম হয়। তাদের চিকিৎসা চলছে। রোগীর পরিবারের লোকেরা জানিয়েছে তারা ভাঙচুর চালায়নি। ভাঙচুর চালিয়েছে স্থানীয় ক্ষুব্ধ মানুষজন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে।