প্রতি বছর ১২ আগস্ট বিশ্ব যুব দিবস উদযাপন করা হয়। আর এই দিনটিতে কাঁথি ৩ ব্লকের ঐতিহ্যবাহী স্কুল বনমালীচট্টা হাইস্কুলে বৃক্ষরোপণের জন্য এগিয়ে এলো কাঁথি ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার স্কুল ছুটির পর তাদের সহায়তায় বনমালীচট্টা হাইস্কুলের ছাত্ররা স্কুল ক্যাম্পাসে আম, জাম, কাঁঠাল, রঙ্গন, কাঞ্চন প্রভৃতি ১৫ রকমের ফল ও ফুলের চারাগাছ রোপন করলো।
ছাত্রদের এই চারাগাছ রোপন কর্মসূচিতে নেতৃত্ব দিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর, হোস্টেল সুপার শিক্ষক অজয় কুমার গিরি, অশোক বর্মন, শান্তনু মাইতি, বিকাশ শাসমল প্রমুখ শিক্ষকরা। বনমালীচট্টা হাইস্কুল সহ মোট কুড়িটি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক ইন্দ্রজিৎ জানা ও সহসম্পাদক শিবশঙ্কর কামিলা। এদিন দ্বিতীয় পর্বে সদ্য প্রয়াত মুক্তেশ্বর গিরির স্মৃতির উদ্দেশ্যে তিনটি ফুলের চারাগাছও রোপন করা হয়।