পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর বিধানসভা এলাকায় তিরঙ্গা শোভাযাত্রা হল। জুখিয়া পেট্রোল পাম্প থেকে ইটাবেড়িয়া হয়ে রাধাপুর পর্যন্ত গিয়ে তিরঙ্গা শোভাযাত্রা সম্পন্ন হলো।
উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি,জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি,মন্ডল সভাপতি বুদ্ধদেব প্রধান, তপন মিদ্যা এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের কার্যকর্তাবৃন্দ। বাইক নিয়ে তিরঙ্গা পতাকা সহকারে শোভাযাত্রা এলাকা পরিক্রমার সময় এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।
Author: ekhansangbad
Post Views: ৯৩