Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেহাল রাস্তার হাল ফেরাতে রাস্তা অবরোধ করল এলাকাবাসী।

বেহাল রাস্তার হাল ফেরাতে রাস্তায় গাছ পুঁতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো এলাকার মানুষ। রাস্তা মেরামতির দাবিতে ঝড় উঠেছে পাঁশকুড়া ব্লকের মুড়াইল এলাকায়।অভিযোগ বাম আমলের যে মোরাম পড়েছিল তারপর আর কোন মেরামতি হয়নি। যে কারণে রাস্তা খনাখন্দে পরিণত হয়েছে। মহম্মদপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন বলেন রাস্তা মেরামতির আগেই কাট মানি চাই। তাহলে উন্নয়ন হবে কি করে।অভিযোগ উন্নয়নের থেকে দুর্নীতি বেশি করে হচ্ছে। ২৫ বছর ধরে পঞ্চায়েতে তৃণমূলকে ক্ষমতায় রাখা হয়েছে। তবুও উন্নয়ন হচ্ছে না।

এবার বিকল্প ভাবতে হবে।  অভিযোগ বার বার পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি।  পঞ্চায়েত প্রধান বলেন  রাস্তার বেহাল দশা।তিনি আরো  বলেন আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। এই রাস্তা জেলা পরিষদের অধিন। সেই কারণে পঞ্চায়েত মেরামত করতে পারে না। তবুও কিছু ভাঙার ইট এবং ব্যাটস দিয়ে শীঘ্রই মেরামতের ব্যবস্থা করা হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read