Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি’-র উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী

ইন্দ্রজিৎ আইচ :-ছবি যেন কথা বলে। এই আলোকচিত্র  সকল কে মুগ্ধ করে। সেই ছবি ক্যামেরায় তোলা হোক বা মোবাইলে। পাহাড় থেকে সমুদ্র,
কলকাতার রাজ পথ থেকে জঙ্গল সব ধরনের ছবি নিয়ে এক অসাধারণ প্রদর্শনী
আইসিসিআর কোলকাতায় অনুষ্ঠিত হয়ে  গেলো দুদিন ধরে ‘গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি’-র উদ্যোগে। এটা তাদের দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী।

আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা এবং অ্যাডমিন অভিজিৎ দত্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি মূলত একটা ফেসবুক গোষ্ঠী। এই মুহূর্তে গোষ্ঠীর সদস্য সংখ্যা ১৫ হাজারের বেশি। এই বছর আমরা ৮১ জন আলোকচিত্রীর মোট ২১০ টা আলোকচিত্রকে প্রদর্শনীতে স্থান দিতে সমর্থ হয়েছি। তার মধ্যে থেকেই সেরা ৩০ টা আলোকচিত্রকে আজ পুরস্কৃত করা হয়েছে।”

আয়োজক সংস্থার তরফে অপর অ্যাডমিন পূজা গুহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দুদিনের আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী-র উপস্থিতিতে আজ এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের হাতে স্মারক সহ শংসাপত্র তুলে দেওয়া হয়।
সব মিলিয়ে জমে উঠেছিলো দুদিনের এই আলোকচিত্র প্রদর্শনী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read