রাজ্য সরকারের মৎস্য দপ্তরের পক্ষ থেকে কাঁথি মীন ভবনে মৎস্যজীবীদের ইনসুলেটেড বক্স ও কম্পিউটার পালা প্রদান করা হল।
মৎস্য বিক্রেতাদের জীবন জীবিকায় সহায়তা করার লক্ষ্যে এই সামগ্রীগুলি দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক,কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল,এ ডি এফ জেনারেল সৌরেন্দ্র জানা, এ ডি এফ মেরিন সুমন সাহা ,ও কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সহসভাপতি রবিন বর ও সহ সম্পাদক সেক আজীজুল আলি প্রমুখ
এদিনের এই অনুষ্ঠান থেকে ১৫০ জন মৎস্যজীবীকে এই স্কল সামগ্রী প্রদান করা হলো।
Author: ekhansangbad
Post Views: ৩৪