দেনার দায়ে আত্মঘাতী হলো এক যুবক। সোমবার সন্ধ্যায় দেশপ্রাণ ব্লকের সরদা গ্রাম পঞ্চায়েতের পারুলিয়া গ্রামের প্রদীপ্ত মাইতি (৩৬)কে তার বাবা দেখতে পায় ঘরের মধ্যে সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে। খবর জানাজানি হলে প্রতিবেশীরা জড়ো হয়। পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রদীপ্ত ব্যবসা করতে গিয়ে বহু টাকা ঋণ করেছিল।
সেই টাকা পরিশোধ দিতে না পারলে পাওনাদারের গঞ্জনায় মানসিক অবসাদে ভুগছিল। অবশেষে সোমবার বাড়িতে কেউ না থাকার সুবাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
Author: ekhansangbad
Post Views: ৩১