প্রদীপ কুমার সিংহ :- বন্দুক দেখিয়ে তোলাবাজি করতে গিয়ে বারুইপুর থানার পুলিশ ধরলো এক দুষ্কৃতীকে। মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বারুইপুর বাইপাস থেকে তাকে ধরে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইমরান। বাড়ি বারুইপুর মল্লিকপুর। উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড কার্টুজ।পুলিশ সূত্রে খবর মহম্মত ইমরান বাইপাসের পাশে ঘোরাঘুরি করছিল। পুলিশ তাকে দেখতে পেয়ে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞেসাবাদ করে। কিন্তু সে ঠিক মত উত্তর না দিতে পারলে তাকে ধরে। এবং তাকে সার্চ করে একটি ওয়ান সাটার বন্ধুক ও একটি তাজা কার্টুজ উদ্ধার করে পুলিশ। ইমরানকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে। পুলিশ আর বলে ইমরান বন্ধুক দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে মানুষের কাছে টাকা পয়সা তুলতো।
এর আগে ও ইমরান কয়েকবার পুলিশের জালে ধরা পরে। বুধবার ধৃত ব্যক্তিকে পুলিশের পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।