পূর্ব মেদিনীপুর জেলার রামনগর -১ ব্লকের রামনগর এগরা রোডে মঞ্জুসা তাঁত হাউসের পাশে রক্তের সংকট মেটাতে রক্ত দান শিবিরের আয়োজন করলো রামনগর আর এন জি . মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট ।
সংস্থার সূত্রে জানা গেছে এই সংগঠন রক্তদান শিবিরের সাথে সাথে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ যেমন রক্তদান শিবির, বস্ত্র দান, বৃক্ষরোপণ সহ বিভিন্ন কাজের ধারায় বছরভর ব্যস্ত থাকে।
এই সংস্থা প্রত্যেক বছর মহালয়ার সময় গ্রামে গ্রামে ঘুরে দুর্গাপুজোর সময় যাদের কাপড় কেনার সামর্থ নেই তাদের পুজোর আনন্দ দিতে সার্ভে করে এবং দুর্গাপূজার আগে তাদের হাতে কিছু বস্ত্র তুলে দেয়।
এদিনের রক্তদান শিবিরের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ সার, রামনগর -১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক প্রমুখ।