পথশ্রী ৩ প্রকল্পে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির অন্তর্গত কানাইদিঘী গ্ৰাম পঞ্চায়েতের ব্যানার্জী সংসদে ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ১.৭কিলোমিটার ঢালাই রাস্তার নির্মান কাজের উদ্বোধন হল।
নিরত্মান কাজের উদ্বোধন করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদ সদস্যা মিতারানী সাউ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমরেশ দাস,কানাইদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান উমারানী ভঞ্জ গিরি, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সদস্যা রিতা মাঝি প্রমুখ।
দীর্ঘদিনের দাবি পুরন করে এই রাস্তার নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী খুশি বলে জানিয়েছেন।
Author: ekhansangbad
Post Views: ৬৮