দীঘা ভ্রমণের পর বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খোলো এক অলটো গাড়ি। গাড়িতে থাকা চালকসহ পাঁচজনই জখম হন। তারমধ্যে অনুপম সাউ(৩০)এর মৃত্যু হয।সূত্রের খবর শুক্রবার রাত্রি সাড়ে দশটা নাগাদ দীঘা থেকে প্রতাপদিঘী ফেরার পথে পানিপারুল ব্রিজ এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাল্টি খায়। তার জেরে গাড়িতে থাকা সকলেই গুরুতর রকম হয়। স্থানীয়রা উদ্ধার করে পানিপারুল হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জানা গেছে সকলেই প্রতাপদিঘীর বাসিন্দা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পানিপারুল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চারজনকে কলকাতা নিয়ে যাওয়ার সময় দুজনকে হেঁড়িয়া হাসপাতালে ভর্তি করতে হয়। বাকি দুজনকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনার স্থল থেকে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে আটক করে। মৃত কে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।