আর জি কর হাসপাতালে পিজি পার্টরতা ডাক্তারের নৃশংস এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য এবং দেশে থেকে সমাজের সমস্ত স্তরের মানুষের প্রতিবাদ গর্জে উঠেছে। তখনই তৃণমূল এই ঘটনা কে চাপা দেওয়া ,মূল পান্ডাদের নাম চাপা দেওয়ার হাজারো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় । কোথাও তৃণমূল সভা সমিতি করে ঘটনা চাপা দেওয়ার ও চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসবের প্রতিবাদে নির্যাতিতার পরিবারের পাশে সাধারণ মানুষের সাথে সাথে বামপন্থী গণসংগঠনগুলো দাঁড়িয়েছে। আজ কাঁথিতে সেনগুপ্ত ভবন থেকে গণসংগঠনগুলো একটি বিশাল মিছিল বের করে ।শহর পরিক্রমা করে অবশেষে কাঁথি পোস্ট অফিস ও থানার লাগুয়া জনপদে পথ সভা করে ,ছাত্র যুবরা মোমবাতি জ্বালিয়ে প্রতি বাদ করে। পথসভায়, নির্মম ঘটনার ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক হরপ্রসাদ ত্রিপাঠী এবিটিএ মহকুমা সম্পাদক দীপক প্রধান সরকারি পেনশনার পক্ষে বিকাশ চন্দ্র, সি আই টি ইউ নেতা জয়দেব পন্ডা,প্রনব পন্ডা, ডব্লুউ বি এম এস আর ইউর পক্ষে মিঠুন চক্রবর্তী,ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের যুব নেতা অর্ণব মাইতি ব্যাংক বীমা কর্মচারীর পক্ষে জিতেন বেরা, এস এফ আই র জগৎ প্রামানিক, মহিলা নেত্রী শ্যামল মাইতি, কৃষক নেতাবাসুদেব রাউল, তাপস অধিকারী লক্ষীকান্ত জানা।