পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে- আর জি কর কান্ডে প্রতিবাদে ঝড় আছড়ে পড়ল পূর্ব মেদিনীপুর জেলার জুন পুট সৈকতে । পড়ুয়া ডাক্তার খুন এবং ধর্ষণে বিচার চাইলো টোটো চালকরা ।পূর্ব মেদিনীপুর জেলা সমুদ্র তীরবর্তী মৎস্য বন্দর জুনপুট এলাকায় টোটো চালকরা প্রতিবাদ মিছিল করে জুনপুট বাজারে । মিছিলের প্রতিবাদিরা সরকার এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তা কে দায়ী করে। তদন্ত ঢাকতে,এবং অপর অপরাধীদের আড়াল করতে একজন সিভিক পুলিশ কে দায়ী করে দায় এড়াতে চায়। মিছিলের পরে জুনপুটপুর টোটো স্ট্যান্ড এর উদ্বোধন করেন সি আই টি ইউ র কাঁথি রিজিওনাল কমিটির সম্পাদক জয়দেব পন্ডা।
আরজিকর কান্ড এবং তার পরবর্তী পুলিশ ও সরকারের ভুমিকার উল্লেখ করে বক্তব্য রাখেন সি আই টি ইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, স্থানীয় কৃষক নেতা সঞ্জিত দাস, চিত্ত পাত্র, টোটো ইউনিয়নের সম্পাদক শেখ আইনুদ্দিন বলেন, কলকাতা, ওড়িশা থেকে বহু যাত্রী রাতে, মাঝরাতে গ্রামের ভেতরে ফেরেন ।সেই করেন সেই সমস্ত যাত্রীদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা দায়িত্ব টোটো চালকদের নিতে হবে । মানুষের বিপদে আমাদের পাশে দাঁড়াতে হবে। সভাপতিত্ব করেন সুতনু মাইতি।