কলকাতার আর জি করে মহিলা চিকিৎস্যককে ধর্ষন করে খুনের ঘটনায় রাজ্য তোলপাড়।আদালতের নির্দেশে সিবিআই এই ঘটনার তদন্ত শুরু করলেও এখনো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে মুখর। এর মধ্যেই সোমবার রাত্রে মশাল হাতে হাজার হাজার মানুষ তমলুক শহরে প্রতিবাদী মিছিল করলো।
সোমবার রাখি বন্ধনের দিনে রাত্রি আটটায় তমলুকের হাসপাতাল মোড় থেকে প্রতিবাদ মিছিল বের হয়। দল মত নির্বিশেষে মোমবাতি জেলে কেউ মশাল হাতে নিয়ে মিছিলে সামিল হলেন। একটাই প্রতিবাদ বিচার চাই। যতদিন না তদন্ত করে সঠিক দোষীদের বের করে শাস্তি দিচ্ছে ততদিন প্রতিবাদ করে যাবে।
তমলুক শহরে মিছিলে হাঁটা প্রতিবাদীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করে।
Author: ekhansangbad
Post Views: ৭৪