Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তপন থিয়েটারে মঞ্চস্থ হবে চেতলা আনন্দম এর ” চন্দ্রনাথ “

কেকা মিত্র :- চেতলা আনন্দম এর সপ্তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বুধবার ৫’৩০ মিনিটে দক্ষিণ কলকাতার তপন থিয়েটারে । এই অনুষ্ঠানের শুরুতে সম্বর্ধনা সভায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নাট্য জগতের সৌমিত্র বসু,  অম্বর রায়, অরূপ রায় ,উৎসব দাস চাণক্য চ্যাটার্জী
বিশিষ্ট গুণীজন। এরপর
দক্ষিণ কলকাতার চেতলা আনন্দম নাট্যদল তাদের নতুন প্রযোজনা ” চন্দ্রনাথ ” মঞ্চস্থ হবে সন্ধ্যা ৬’৩০ টায় ।
অমর কথা শিল্পী শরৎচন্দ্র
চট্টোপাধ্যায় এর কালজয়ী উপন্যাস অবলম্বনে এই চন্দনাথ
নাটকের নাট্যরূপ দিয়েছেন
অরুন বিশ্বাস। সম্পাদনা, গীত চয়ন , মঞ্চ পরিকল্পনা এবং নির্দেশনা আশীষ মুখোপাধ্যায়।
ভাষ্যপাঠ দেবাশীষ বসু।
এই নাটকে আলো, মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন বাবলু সরকার , রঞ্জন বসু ও অয়ন মুখোপাধ্যায়। এই নাটকে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন
গোপাল ব্যানার্জী, অনির্বাণ চক্রবর্তী, সোমেস বসু, বিশ্বজিৎ আচার্য, রাজীব ব্যানার্জী, বাপী
চ্যাটার্জী, তরুণ কুমার পান্ডে, বিশ্বদ্বীপ দত্ত, সায়ন মুখার্জী,
কল্যাণ সেনগুপ্ত, সুস্মিতা সেন গুপ্ত রায়,  জয়িতা ব্যানার্জী,
রাজশ্রী এবং নবাগতা শুভশ্রী।
বহুদিন বাদে বাংলা নাট্য মঞ্চে প্রবাদপ্রতিম সাহিত্যিক শরৎচন্দ চট্টোপাধ্যায় এর উপন্যাস নিয়ে
নতুন এক পূর্ণাঙ্গ নাটক মঞ্চায়ন হতে চলেছে যা এক কথায় অভিনব উদ্যোগ বলা চলে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read