কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে বুধবার উদযাপন হল ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে।
এদিন ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে উপলক্ষে লায়ন্স ক্লাব অফ কন্টাই তাঁদের ক্লাবের সদস্যদের এবং লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণ এর সিনিয়র সিটিজেন সদস্যদের বিনামূল্যে লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, হিমোগ্লোবিন পরীক্ষা সহ ওজন এবং ব্লাড প্রেসার পরীক্ষা করেন।পরে বিনামূল্যে ওষুধও সরবরাহ করেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: অনুতোষ পট্টনায়ক।
উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি শান্তনু গিরি ,সম্পাদক অশোক সাহু, সহ সম্পাদক উৎপল কান্তি প্রধান ,সহ সভাপতি তরুণ মহাপাত্র ,প্রাক্তন সভাপতি অশোক নন্দ, ডা: নন্দিতা পট্টনায়ক প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৪৬