প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর রানা বেলিয়াঘাটা হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতার আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সাড়ম্বরে। অনুষ্ঠানে আবক্ষ মূর্তি উন্মোচন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম কুমার দাস, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাধিপতি কানন দাস, বারুইপুর দক্ষিণ চক্রের স্কুল সার্কেল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষ ওই স্কুলে প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও এলাকার বয়স্ক বিশিষ্ট ব্যক্তিবর্গ । অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার নিজের স্মৃতিচারণ করলেন। তার স্কুলও কলেজ জীবনে তিনি সময় পেলেই ন্যাশনাল লাইব্রেরীতে গিয়ে পড়াশোনা করতেন জ্ঞান অর্জনের জন্য। প্রত্যেক স্কুলে লাইব্রেরী করার জন্য যোগদান তিনি। এ বিষয়ে তিনি বিধানসভায় লাইব্রেরী মন্ত্রীকেও অনুরোধ করেছেন যাতে প্রত্যেক স্কুলে একটি বড় করে লাইব্রেরী করে দেওয়া যায়। লাইব্রেরীতে গিয়ে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের পড়া উচিত বলেও জানান তিনি।
রানা বেলিয়াঘাটা হাই স্কুলের সাথে একটি প্রাইমারি স্কুল আছে একই প্রাঙ্গণে। বক্তব্য দিতে গিয়ে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা স্কুল ঘরের দুর্দশার কথা জানান এলাকার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় কে। বিশেষত বর্ষার সময় ছাত্র-ছাত্রীদের বসার খুব অসুবিধা হচ্ছে, বৃষ্টি হলে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুলের ক্লাস ঘরের এই দুর্দশার কথা শোনা মাত্রই অনুষ্ঠানে দাঁড়িয়ে বিধায়ক তহবিল থেকে তিন লক্ষ টাকা অনুদান প্রাইমারি স্কুলকে দেওয়ার কথা ঘোষণা করেন। বিধায়ক তহবিলের এই টাকায় অতি সত্বর কাজ শুরু হবে প্রাইমারি স্কুলের ক্লাসরুমের। কার্যত স্কুলের শিক্ষক থেকে ছাত্র-ছাত্রী সকলেই খুশি এবং আনন্দিত।
একইসঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দ্বারা আয়োজিত বিশেষ প্রদর্শনী” ভেঙে ফেল লৌহ কপাট” আজ থেকে তিন দিনের জন্য চলবে. এই প্রদর্শনীয় ঘুরে দেখেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়.
এই অনুষ্ঠানটি শুরু হয় বৈকাল সাড়ে তিন ঘটিকায় এবং শেষ হয় ছয় ঘটিকায়।