Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমাপন দিবস পালিত হলো কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ  সংস্কৃত মহাবিদ্যালয়ে।

কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় আয়োজিত সংস্কৃত সপ্তাহ উপলক্ষ্যে শুক্রবার  ছিল সমাপন দিবস। বাগদেবী বন্দনার দ্বারা এই কার্যক্রমের শুভ সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ  ড: দেবীপদ রথ।  সমাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারভাঙা কামেশ্বর সিংহ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মশাস্ত্র বিভাগীয় প্রধান প্রফেসর বাচস্পতি শর্মা ত্রিপাঠী।

পুরী শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের  ভূতপূর্ব কুলপতি প্রফেসর কিশোরচন্দ্র পডী, দিল্লি কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব কুলসচিব প্রফেসর সু‌ব্রহ্মন্য শর্মা, কলেজ পরিচালন সমিতির অধ্যক্ষ প্রফেসর রঞ্জিত কুমার বর্মা,  সংস্কৃত সমিতির সভাপতি  পন্ডিত প্রবর পাঁচু গোপাল নন্দ,মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড: মনোরঞ্জন দাস প্রমুখ।জুখিয়া কুমার নারায়ন বাণীমন্দির উচ্চ বিদ্যালয় এর ছাত্রছাত্রী তথা বিভাগীয় শিক্ষক তথা মহাবিদ্যালয় সমস্ত বিভাগের অধ্যাপকবৃন্দ কর্মচারী এবং শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read