শুক্রবার সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার সামনে বিকালে
বিজেপির জেলা সভাপতি সুদাম পন্ডিতের নেতৃত্বে এক জোরালো বিক্ষোভ প্রদর্শন করা হয়। দলের কর্মীরা দোষীদের শাস্তির দাবি তোলেন এবং গ্রেফতার হওয়া বিজেপি নেতৃত্বের ওপর হওয়া নির্যাতনের তীব্র নিন্দা করেন।
পাশাপাশি আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনায় যারা দায়ী, তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচি রাজ্যজুড়ে বিজেপি নেতৃত্বের ওপর পুলিশের ‘অত্যাচারের প্রতিবাদ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
এগরায় বিজেপির সমর্থকদের এই বিক্ষোভ প্রদর্শন বিকালের দিকে শুরু হয়। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট পুলিশ কর্মী মোতাযেন করা হয় ।
Author: ekhansangbad
Post Views: ৯৩