Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্মী  নিয়োগে দুর্নীতি দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের পদিমা ২ পঞ্চায়েত এলাকার দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির চতুর্থ শ্রেণীর ৬ জন স্থায়ী কর্মী ও এসএইচজি বিভাগে দু’জন অস্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে। আগামী ২৫ আগস্ট নিয়োগ সংক্রান্ত পরীক্ষা রয়েছে। তার আগেই চাকরিপ্রার্থীদের তালিকা চূড়ান্ত করে ফেলার অভিযোগ উঠেছে সমবায় সমিতির পরিচালন কমিটির বিরুদ্ধে। এই মর্মে শুক্রবার কাঁথির এআরসিএস- র কাছে অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট সমবায় সমিতির কতিপয় সদস্য।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে রাহুল সিঞ্চন পয়ড়্যা, শেখর পতি, মিঠুন দাস, বিশ্বজিৎ প্রধান, সায়ন মাইতি, সঞ্জীব মাইতি এবং  এসএইচজি বিভাগে অস্থায়ী কর্মী হিসেবে স্থানীয় পঞ্চায়েত সদস্যা সঞ্চিতা শীট ও প্রাক্তন পঞ্চায়েত সদস্যা মমতা সিংহ জানাকে নিযুক্ত করতে চায় সমবায় কর্তৃপক্ষ। এক্ষেত্রে যে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছে তা  প্রহসন বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

নিয়োগ সংক্রান্ত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সমিতির সম্পাদক শীর্ষেন্দু বিকাশ কুন্ডু বলেন পরীক্ষাই হলো না কিন্তু ভবিষ্যৎবাণী করে দিল কিভাবে তা আমরা বুঝতে পারছি না। তিনি আরো বলেন এই সমিতির কাজকর্ম কে কলুষিত করার জন্য কতিপয় সদস্য উঠে পড়ে লেগেছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। যার কারনে এই ধরনের একটি অশুভ চক্রান্তের ঘোট পাকানোর চেষ্টা চলছে। দহদয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির মুখ্য প্রবন্ধক নির্মাল্য দে  বলেন কর্মী নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে। সবাই চায় চাকরি করতে। যে কারণে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সমিতির পরিচালক মন্ডলী কোনভাবে হস্তক্ষেপ করছে না। যার কারনে লগ্নী কারী ব্যাংক বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সম্পূর্ণ তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ এবং মূল্যায়ন ও চূড়ান্ত প্যানেল তাদের আধিকারিকরাই করবেন। পরীক্ষা হওয়ার আগেই বেশ কিছু রাজনৈতিক লোক কিছু আবেদনকারী কে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। এসব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কর্মী নিয়োগ হবে। তিনি আরো বলেন এই সমিতির যা কিছু অগ্রগতি  দেখছেন সবটাই বাহিরের মানুষজনের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় হয়েছে। সেই কারণে আটটি শাখা অফিস রমরমিয়ে আর্থিক লেনদেনের কাজ করে চলেছে। এটি কিছু ক্ষমতালোভী মানুষের চোখে ভালো লাগছে না। সেই কারণে এই ধরনের অভিযোগ করেছেন। এই অভিযোগ ভিত্তিহীন বলি তিনি দাবি করেন। কার্যক্ষেত্রে কেউই প্রমাণ করতে পারবে না অস্বচ্ছতার কোন ছোঁয়া আছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read