Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অচৈতন্য অবস্থায় নিখোঁজ যুবক উদ্ধার।

পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত গৌরা এলাকার বছর বাইশের যুবক রমেশ দাস গত ২২ আগস্ট থেকে নিখোঁজ ছিল  । পরিবারের লোকজন খোঁজ না পেয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। তবে বিভিন্ন জায়গায় খোঁজ করেও খোঁজ মেলেনি রমেশের।

এর মধ্যে শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার অন্তর্গত জিঁয়াদার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে অচৈতন্য অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখতে পাওয়া যায় । পাঁশকুড়া থানার কর্তব্যরত দুই সিভিক ভলেন্টিয়ার স্বপন দাস ও দেবাশীষ চক্রবর্তী দেখতে পান  অচৈতন্য অবস্থায় এক যুবককে পড়ে থাকতে। এরপর ওই দুই সিভিক ভলেন্টিয়ার পাঁশকুড়া থানায় খবর দেন। পুলিশ ছবি তুলে দাসপুর থানায় পাঠায়। দাসপুর থানার ছবি দেখার পর নিখোঁজ ব্যক্তির পরিবারে খবর দেয়। এরপর ওই অচৈতন্য যুবককে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য। এই মুহূর্তে চিকিৎসা চলছে ওই যুবকের। যতক্ষণ না ওই যুবক সুস্থ হচ্ছে, ততক্ষণ জানা যাচ্ছে না যুবক এতোদিন কোথায় ছিলো,কি ভাবে ছিলো ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read