দুঃস্থ ও মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে ও থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের সংকট দূরীকরণে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কাঁথি ৩ ব্লকের দুরমুঠ অঞ্চলের বেতালিয়াতে। শিবিরের আয়োজন করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও রেড ভলেন্টিয়ার বেতালিয়া ইউনিট।
জানা যায় এলাকার প্রয়াত বর্ষিয়ান কমিউনিস্ট নেতা খাদেম আলী খানের স্মরণে এবছর এই রক্তদান শিবির। বাম ছাত্র যুব নেতৃত্ব গন প্রথমে প্রয়াত নেতার বাড়িতে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ সহ বৃক্ষ রোপনের কর্মসূচি গ্রহণ করে। তারপর সংগঠনের পতাকা উত্তোলন করেন ডি ওয়াই এফ আই পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি সুকুমার মৈশাল। রক্তদানের সূচনা করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কাঁথি মহকুমা নেতৃত্ব সুতনু মাইতি। শিবিরে মোট ৮৫ জন রক্ত দান করেন। তার মধ্যে মহিলা রক্তদান করেন ২৭ জন।
প্রয়াত বর্ষিয়ান কমিউনিস্ট নেতা খাদেম আলী খানের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন সিপিআইএমের মারিশদা এরিয়া কমিটির সম্পাদক পিনাকী রঞ্জন দাস, হিমাংশু পন্ডা,সংগঠনের জেলা সম্পাদক মন্ডলী সদস্য ঝাড়েশ্বর বেরা, লোকাল কমিটির সম্পাদক গোপাল পড়্যা প্রমূখ।