Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির

প্রদীপ কুমার সিংহ :-  স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির হলো বারুইপুরে। স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় বারুইপুর কল্যাণপুরে নারায়ন তলার ঘোড় দৌড় মাঠ এর কাছে। একটি বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগীতায় তৃতীয় বছরে এই রক্তদান শিবির হয়। সেই সঙ্গে বেসরকারি হাসপাতালের পরিচালনায় দন্ত পরীক্ষার শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও চেস্ট পরীক্ষার শিবির হয়।

১৩০ জন রক্তদাতা  রক্তদান করে। সেই সঙ্গে ১০০ জন মানুষ চক্ষু পরীক্ষা করে এবং প্রায় ৮০ জন মানুষ দন্ত্য পরীক্ষার জন্য আসে। চেস্ট পরীক্ষা হয় প্রায় ৭০ জন মানুষের। এই ব্যাপারে ডা: রাধামাধব বলেন তিন বছর ধরে এই শিবির চলছে।

এখন যেহেতু আরজি করে জন্য ডাক্তাররা কর্মবিরতি পালন করেছে তাই ব্লাড ডোনেশন ক্যাম্প গুলো রক্তের অভাব দেখা দিয়েছে ।সেই জন্য সাধারণ মানুষ এগিয়ে এসে ব্লাড ব্যাংক গুলি রক্ত পূরণের চেষ্টা করছে। সেই সঙ্গে সাধারণ মানুষ চাইছে হাসপাতাল গলিতে যাতে রোগীর পরিষেবা ভালো হয় তার প্রার্থনা করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read