Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্থায়ী অটো স্ট্যান্ড এর দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ

কাঁথি শহরে ক্যানেল পাড়ের পুরনো খড়গপুর  বাসস্ট্যান্ডে অটো চালকরা স্থায়ী অটো স্ট্যান্ড এর দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ করল সোমবার। দীর্ঘদিনের অটোচালকদের এই দাবি থাকা সত্ত্বেও পৌরসভা কোন স্থায়ী ব্যবস্থা করেনি। যে কারণে আইএনটিটিইউসি পরিচালিত অটো ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ সোচ্চার হোন স্থায়ী অটো স্ট্যান্ডের দাবিতে।

এই দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় অটো চালকেরা। রাস্তা অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরে।তার জেরে নাকাল হয় পথচারী ও স্থানীয় মানুষজন।  খবর পেয়ে ছুটে আসে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের আশ্বাস পেয়ে অটো চালকেরা অবরোধ বিক্ষোভ প্রত্যাহার করে।

পৌরসভার সূত্রে জানা গেছে আগামীকাল মঙ্গলবার পৌর প্রধানের সঙ্গে আলোচনায় বসে একটি সমাধান সূত্র বার করা হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read