আজ কাঁথি পুরানো খড়্গপুর বাসষ্টান্ডে কন্টাই সুপারষ্টার ক্লাবের ৪৫ তম দুর্গাপূজার খুঁটিপুজা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ক্লাবের সিনিয়র সদস্য অরুন দেবনাথ। এই খঁটিপুজার উদ্ধোধন করেন ঘোড়াঘাটা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুবল কুমার জানা।
বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবি রামকৃষ্ণ পন্ডা, সুস্মিত মিশ্র, ক্লাবের পুজা কমিটির সভাপতি সিদ্ধেশ্বর প্রধান, পজা কমিটির সম্পাদক অরুনাভ দত্ত, সদস্য ক্লাবের সহ সম্পাদক ষষ্ঠী চক্রবর্তী, কোষাধ্যক্ষ সঞ্জীব জানা, অশোক দাস, চন্দন মাইতি, অনঘ পানিগ্রাই, গৌর মিশ্র, প্রভাত জানা সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ। পুরোহিত মাধ্যমে পূজার্চনা, ঢাকি, আতসবাজি সহ সমস্ত নিয়ম কানুন মেয়ে এই খুঁটিপুজা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত এ বছর পুজোর বাজেট ৭ লক্ষ টাকা আগামী চতুর্থী দিন এই পুজার শুভ উদ্ধোধন হবে এবং প্রতি বছরের মত এবছর ও সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন। সবাই কে অভিনন্দন জানান ক্লাবের কার্যকরী সভাপতি প্রকাশ জানা ও সহ সভাপতি দয়ালহরি জানা।