নাবালিকা কে অপহরণ করে বিয়ে করার অপরাধে গ্রেফতার হল যুবক। অভিযোগ গত জানুয়ারি মাসে মারিশদা থানা এলাকার এক নাবালিকাকে অপহরণ করে কাঁথি ১ ব্লকের মহিষাগট গ্রাম পঞ্চায়েতের হাতিবেড়িয়া গ্রামের বাসিন্দা দেবু বারিক। নাবালিকার খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা মারিশদা থানা অপহরনের অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। কিছুদিন পর নাবালিকা উদ্ধার করতে পারলেও অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি। তার জন্য তদন্ত জারি রেখেছিল মারিশদা থানার পুলিশ।
অপহরণকারীকে না পেয়ে তার মাকে গ্রেফতার করেছিল বেশ কয়েকদিন আগে। গোপন সূত্রে খবর পেয়ে আত্মগোপনকারী দেবু বারিককে পুলিশ সোমবার গ্রেফতার করে। ধৃতকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতের নির্দেশন দেন।
Author: ekhansangbad
Post Views: ৫৪