মহিলা পর্যটকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হলো দুই পর্যটক। ধৃত দক্ষিণ ২৪ পরগনার জোকার বাসিন্দা অর্চন দত্ত এবং কলকাতা কালিকাপুর রোডের বাসিন্দা রোহন চ্যাটার্জী কে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।
অভিযোগ এই দুই পর্যটক দীঘা পর্যটন শহরে মহিলা পর্যটকদের কটুক্তি ও অশালীন মন্তব্য করে। মহিলাদের অভিযোগের ভিত্তিতে দীঘা থানার পুলিশ তদন্তে নেমে দুই পর্যটককে গ্রেফতার করে।
Author: ekhansangbad
Post Views: ৫১