পাইপ লাইন ফুঁটো হয়ে তেল পড়ছে খালে ।আর সেই খালের জলে গিয়ে মিশে যাওয়া তেল উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে পুরো গ্রাম ! চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার ।
জানা গেছে হলদিয়ার ইমামি কারখানা থেকে সরবরাহ করা তেলের পাইপ ফুঁটো হয়ে গিয়ে,সেখান থেকে তেল চুঁইয়ে খালের জলেতে গিয়ে মিশছে ।
আজ সকালে কারখানা সংলগ্ন এলাকার স্থানীয় লোকজন ঘটনাটা দেখতে পেয়ে খালের জলে নেমে সেই তেল সংগ্রহ করে ।খবর পেয়ে ইমামি কোম্পানির কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায় ।
তবে কবে থেকে এই তেলের পাইপ ফুঁটো হয়েছে সেই সম্পর্কে কিছু জানা যায়নি ।এই বিষয় নিয়ে কেউই মুখ খুলতে চায়নি ।
Author: ekhansangbad
Post Views: ১২৩