বন্ধ সফল করতে বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় পথে নামেন বিজেপি কর্মী-সমর্থকেরা। মিছিল হয় দিকে দিকে। এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে স্কুলে যাওয়ার পথে ছাত্রীদের চোখ রাঙ্গিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্যে চাপ দেওয়ার অভিযোগ উঠলো এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে।
বিজেপির ডাকা ‘বাংলা বন্ধ’কে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিভিন্ন জেলায়।পূর্ব মেদিনীপুরের বহু এলাকায় বিজেপি কর্মী সমর্থকেরা ব্যাবসায়ীদের দোকান বন্ধ করার জন্যে চাপ দেয় বলে অভিযোগ।এমনকি বিভিন্ন সরকারি-বেসরকারী অফিস,শিক্ষা প্রতিষ্ঠানের গেট লাগিয়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়।
এর মধ্যেই মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।এমন কি বিজেপির ডাকা বনধ উপেক্ষা করে বিদ্যালয়ে আসা ছাত্রীদের মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্যে চাপ দেওয়া হয় বলে অভিযোগ।আরো অভিযোগ বিদ্যালয়ের ভেতরে ঢুকেও একই ভাবে ছাত্রীদের চাপ দেওয়ার চেষ্টা করে বিজেপি কর্মীরা।
অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।রাস্তা ও বিদ্যালয়ের সামনে থাকা বনধ সমর্থকদের হঠিয়ে দেয়।বিদ্যালয়ের গেটে লাগানো বনধ সমর্থকদের লাগানো পতাকা খুলে দেয়