পূর্ব মেদিনীপুর জেলার এগরার মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে দীর্ঘ এক বছর ধরে বেআইনি কাজ এবং দুর্নীতি করছে বিজেপির নেতাকর্মীরা ও পঞ্চায়েতের আধিকারিকরা বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ বিজেপি নেতা কর্মীদের কথামতো পদ্মের টিকিটে জয়ী জনপ্রতিনিধিরা পঞ্চায়েতে দুর্নীতি করে চলেছে। এমনটাই অভিযোগ তুলেবৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ করে তৃণমূল কর্মী সমর্থকেরা।
আর এই বিষয় নিয়ে তারা বিডিওর কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগের ভিত্তিতে যদি কোন সুরাহা না হয় পরবর্তী দিনে বৃহত্তরে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা কর্মী ও সমর্থকেরা।
এই আন্দোলনে উপস্থিত ছিলেন এগরা দু’নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি স্বরাজ খাড়া, সহ-সভাপতি রাজকুমার দুয়ারী, দলের ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শেখ রেজাউল হোসেন, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিত্যানন্দ সাউ, ব্লক আইএনটিটিইউসির সভাপতি সুধাকান্ত বারিক, জেলা যুব সহ-সভাপতি সন্দীপ পাত্র, যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুজয় পন্ডা, নিধুরাম গিরি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।