আজ আইনজীবী তরুণ চ্যাটার্জির নেতৃত্বে সারা বাংলার সমস্ত আইনজীবীদের নিয়ে আরজিকোর কান্ডের দ্রুত ও সঠিক তদন্তের জন্য “সিবিআইকে চেপে ধর- জাস্টিস ফর আর জি কর” স্লোগানে সিজিও কমপ্লেক্সে অভিযান হয়।
কয়েক হাজার আইনজীবী বিশাল মিছিল করে সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইকে কৈফিয়ত তলব করেন । আইনজীবীরা জানতে চান আর কতদিন লাগবে আপনাদের এই তদন্ত? আপনাদের তদন্তের জন্য বিচার থমকে আজ।
আইন যদি তরুণ চ্যাটার্জী বলেন আমরা আজ আরজিকোর কান্ডে দোষীদের বিরুদ্ধে সঠিক তথ্য দিয়ে তদন্ত করে চার্জসিট পেশ করে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যাতে আসামির চরমতম শাস্তি ফাঁসি হয় সেই দাবিটুকু নিয়ে সিবিআই এর কাছে এসেছি। সিবিআই দ্রুততার সঙ্গে দোষীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করছে না কেন তিনি তা প্রশ্ন তোলেন, কেন গড়িমসি করা হচ্ছে সে বিষয়ে ও প্রশ্ন তোলেন।
Author: ekhansangbad
Post Views: ৩৬