Select Language

[gtranslate]
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ ফাঁড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী

নবান্ন অভিযানে ছাত্র সমাজ এবং জনসাধারণের উপর পুলিশের অমানবিক  লাঠিচার্জের প্রতিবাদে  ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি । গতকালের বনধে নন্দীগ্রামের রেয়াপাড়া হয়ে ওঠে অশান্ত। অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা যখন বনধের সমর্থনের রাস্তায় নামে,সেই সময় পুলিশ রেয়াপাড়ায় আচমকা বিজেপি কর্মীদের ওপর  লাঠিচার্জ করে। এর প্রতিবাদে নন্দীগ্রাম ২ব্লকের রেয়াপাড়া পুলিশ ফাঁড়ি বৃহস্পতিবার ঘেরাও করার ডাক দিয়েছে এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।


বৃহস্পতিবার নন্দীগ্রামের রেয়াপাড়াতে বিজেপির কর্মসূচীকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যাবস্থা করে পুলিশ। ফাঁড়ি যাওয়ার রাস্তা কার্যত দুর্গে পরিণত করা হয় বলে বিজেপির অভিযোগ।

এ প্রসঙ্গে তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন  মানুষ যখন শান্তিপূর্ণভাবে বনধ পালনে করছিল,ঠিক তখনই নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করে  পুলিশ। তার সাথে সাথে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়।  এরই প্রতিবাদে  আজ বিক্ষোভ  প্রদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read