Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে প্রতিবাদী মিছিল ও সভা।

আরজিকর  কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল, সেইমতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ তৃণমূল ছাত্র পরিষদ ও তমলুক কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা।

এই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআই-কে চেপে ধর, জাস্টিস ফর আরজি.কর। উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলর ও তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া এবং তৃণমূলের ছাত্র নেতৃত্ব ও কলেজের ছাত্র-ছাত্রীরা। এদিন কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজগেটে জড়ো হয়ে আরজিকর কাণ্ডে প্রতিবাদে মিছিল শুরু করে। সারারাত জুড়ে কলেজের ছাত্র-ছাত্রীরা আজ নেমেছে পথে। দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদের ঝড় উঠছে ছাত্র-ছাত্রীদের।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read