ধান চাষে ক্ষতি হলে পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার।বাংলা শষ্য বীমা যোজনায় কৃষকদের পাশে বেশ কয়েক বছর দাঁড়াচ্ছে সরকার।প্রাকৃতিক দূর্যোগের কারণে ধান চাষে ক্ষতি হলে, আবেদনের ভিত্তিতে পাশে দাঁড়াবে সরকার ও বীমা কোম্পানী। যার কারনে কৃষকদের বাংলা শষ্য বীমা খারিফ ২০২৪ মরশুমে শষ্যবীমায় কৃষকদের নাম নথিভুক্তিকরণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।আগামী ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের নাম নথিভুক্তিকরণ করতে হবে।
তবে বাংলা শষ্য বীমা যোজনায় কৃষকদের কোন প্রিমিয়ারের টাকা দিতে হবে না।সম্পূর্ণ টাকা দেবে রাজ্যসরকার।আর এই বিষয়ে সাধারন কৃষকদের সচেতনতার জন্য ট্যাবলো করে সমস্ত ব্লকে প্রচার চালাবে কৃষি দপ্তর ও বীমা কোম্পানী বাজাজ এ্যালিয়ান্স। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে ৩ দিন ধরে প্রচার চালাবে ট্যাবলো সহকারে।আজ শুক্রবার নিমতৌড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে ট্যাবলোর শুভ সূচনা হয়।এদিন ট্যাবলোর শুভসূচনা করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।এছাড়াও ছিলেন জেলা কৃষি আধিকারিক তীর্থঙ্কর মন্ডলসহ একাধিক আধিকারিকগন।