Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৯৩ জন চিকিৎসককে শোকজ করল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্যদপ্তর

একসঙ্গে ৯৩ জন চিকিৎসককে শোকজ করে দৃষ্টান্ত তৈরি করল পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্যদপ্তর। তালিকায় তমলুক শহরের নামী চিকিৎসকরাও আছেন। ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ – ১৫টি, কেউ ১৬টি আবার কেউ ২৯টি নার্সিংহোমের । সঙ্গে যুক্ত। একেবারে খাতায় কলমে যুক্ত।  ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট পোর্টাল থেকে ওই তথ্য – দেখে চক্ষু চড়কগাছ জেলা প্রশাসন ও জেলা ব স্বাস্থ্যদপ্তরের। এছাড়া, প্রায় ৭০টি নার্সিংহোমে নোটিস পাঠানো হয়েছে। গোটা ঘটনায় জেলায় নার্সিংহোম মহলে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, এই অনিয়ম দীর্ঘদিন ধরে চলছে।

মানুষের চিকিৎসা পরিষেবার নামে একচেটিয়া নার্সিংহোমে জীবন নিয়ে খেলা চলছে। বেশকিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা নার্সিংহোমের মাথা। তাই এই অনিয়ম বছরের পর বছর ধরে হলেও মৌচাকে ঢিল মারার কাজটা হয়নি। সম্প্রতি জেলাশাসক পূর্ণেন্দু মাজী স্বাস্থ্যসাথী বিল অনুমোদন করার সময় বেশকিছু অনিয়ম পান। এনিয়ে স্বাস্থ্যদপ্তরকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তারপরই ক্লিনিক্যাল এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট ভাঙার অভিযোগে একযোগে ১৩ জন চিকিৎসককে চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read