Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরজিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ

প্রদীপ কুমার সিংহ :- আরজিকর কাণ্ডে নির্ভয়ার সুবিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোনারপুর মো়ড়ে অবস্থান বিক্ষোভে বসলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র ৷ এই ঘটনায় দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন তিনি ৷ তার আরও বক্তব্য এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপি রাজনীতি করছে ৷ কখনও সরাসরি আবার কখনও অরাজনৈতিক বিক্ষোভের নাম দিয়ে অরাজকতা তৈরি করতে চাইছে বলে তার অভিযোগ ৷ ছাত্র সমাজের নাম করে যেভাবে নবান্ন অভিযানের নামে বিশৄঙ্খলা তৈরি করা হয়েছিল তার নিন্দা করেন তিনি ৷ নির্ভয়ার বিচার এদের আসল লক্ষ্য নয়, সরকারের বদনাম করাই এদের মুল লক্ষ্য বলে অভিযোগ করে বলেন তিনি ৷
এই ঘটনায় সিবিআইকেও এক হাত নেন তিনি ৷ তার বক্তব্য এতদিন হয়ে গেলেও তদন্তে কেন কোনো অগ্রগতি হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি ৷ এর পাশাপাশি তার বক্তব্য সিবিআই এখনও পর্যন্ত কিছু না করলেও বাম ও বিজেপি কেন সিবিআইকে কোনো প্রশ্ন করছে না সেই বিষয়টিও উত্থাপন করেন তিনি ৷ ঘটনায় সিবিআইয়ের কাছে দ্রুত তদন্ত শেষ করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷
বিধায়ক লাভলী মৈত্র ছাড়াও এই অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস, পৌরসভার অন্যান্য পৌরপিতা ও পৌরমাতাগণ সহ অন্যান্য নেতৄবৄব্দ।
রবিবারে এই কর্মসূচি করে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর মহকুমা শাসকের অফিসের সামনে দুপুর ২টো থেকে বিকাল ৬টা পর্যন্ত। এই গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী, দক্ষিণ ২৪ পরগনা  জেলা মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র পৌরসভার উপ পৌর প্রধান গৌতম দাস পৌরসভার পৌরপিতা পৌর মাতা গন সো বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অভ্যেস কয়েকশো মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সেই সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের এসটি এসসি ছেলের সভাপতি বাপন নস্কর। এই গন অবস্থান কর্মসূচি বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়। প্রতিটি বক্তা এখানে বক্তব্যে বলেন আরজিকর কান্ডের প্রকৃত দোষকে ফাঁসি হবে সেই সঙ্গে পশ্চিমবাংলার বামফ্রন্ট ও বিজেপি রাজ্যের নৈরাজ্য সৃষ্টি করছে তার প্রতিবাদ করতে হবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় মুখ্যমন্ত্রী প্রথমেই আরজিকর কান্ডের দোষীদের ফাঁসি চেয়েছিলেন। কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতারা পশ্চিম বাংলাকে অশান্ত সৃষ্টি করছে। যে মামলা সিবিআই এর হাতে গেছে গত কুড়ি দিন আগে কিন্তু শীঘ্রই এখনো একজনকে গ্রেফতার করতে পারেনি। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স ফেরাও ডাকে কর্মসূচি নেবে।
পাশাপাশি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সন্তানের নেতৃত্বে বারুইপুর থানার অন্তর্গত চরণ এলাকায় গণ অবস্থান বিক্ষোভ এক কর্মসূচি নেওয়া হয়।। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বিভাস সরদার, বাড়ির পূর্ব বিধানসভা কেন্দ্রে ১৫ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও ৮০০ থেকে ৯০০ মহিলা কংগ্রেস কর্মী ও তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন। সব বক্তার একটি বক্তব্য আর জি কর কাণ্ডের দোষীদের ফাঁসি চাই। সিবিআই এখনো পর্যন্ত কোন কিনারা করতে পারল না তার সমালোচনা করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read