Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লায়ন  ক্লাব অফ কন্টাই এর উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

স্বাস্থ্যে দুর্নীতির বিষবৃক্ষকে আমরা সাত বছর আট বছর একটু একটু করে জল দিয়ে লালন পালন করেছি। সেই মেডিক্যাল মাফিয়ারা আজ মেডিক্যাল কাউন্সিলের মাথা হয়ে বসে আছে বিভিন্ন স্তরে। আজ সময় এসেছে এই মাফিয়া উৎপাটন করার। রবিবার লায়ন  ক্লাব অফ কন্টাই এর স্বাস্থ্য শিবিরের যোগদান করে কথাগুলি বললেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কুনাল সরকার।

তিনি আরজিকর প্রসঙ্গ টেনে বলেন আমরা ডাক্তার খুঁজে পাই না কিন্তু সেদিন ওই ৩১ বছরের কর্মরত চিকিৎসক এর মৃত্যু সংবাদ পেয়ে এক ঝাঁক ডাক্তার দৌড়ে এসেছিল।

সাংবাদিক বৈঠকের পরে স্বাস্থ্য পরীক্ষারর কাজ শুরু করেন। এদিন লায়ন্স  ক্লাব অব কন্টাই ব্যবস্থাপনায় মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল এর সহযোগিতায় একটি হৃদরোগ পরীক্ষা শিবির হয়। শিবিরে প্রায় আড়াইশোর বেশি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।শিবির ডাঃ কুনাল সরকারের নেতৃত্বে হৃদরোগ বিশেষজ্ঞ দল স্বাস্থ্য পরীক্ষা  করেন।

উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ কন্টাইর সভাপতি শান্তনু গিরি, ভোলানাথ মেমোরিয়াল আই হাসপাতালের সম্পাদক বরুণ জানা, লক্ষীনারায়ণ সাহু,প্রীতম মিশ্র, এই শিবিরের প্রধান উদ্যোক্তা ডাঃ অনুতোষ পট্টনায়, ডাঃ নন্দিতা পট্টনায়ক । শিবিরটি পরিচালনা করেন বারিদ বরণ মন্ডল, ডাঃ জি কে ঘোষ, তরুণ মহাপাত্র, অশোক সাউ, সুতপা বয়ান প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read